শেষ বিকেলে
- নাসের বিন রাকিব - just online ০৯-০৫-২০২৪

-
সেই একুশ ডিসেম্বর আবার ফিরে এলো!
ফিরে এলো
কনকনে শীতের হিমেল হাওয়া,
জীবনে যোগ হলো আরো একটি বসন্ত,
কিন্তু ফিরে এলেনা তুমি,
কত শত দিন রাত চলে গেল,
বিরহের প্রহর কাটলো কত,
তন্দ্রাহীন চোখে প্রতিক্ষার ঘোর আজও কাঁটেনি,
আজ ও আসেনি কেউ তোমার পথে জীবন নদীর বাঁকে,
তুমিহীন হিমেল হাওয়া হাল্কা উষ্ণতা সবই যেন অর্থহীন,
আমার
শূন্য ঘরে পূর্নতার চায়া আজো পড়েনি,
আগোছানো আমাকে গোছানোর মতো কেউ নেই তুমি চাড়া,
আমি যেন আজ সাদা কাপনে মুড়ানো এক জীবিত লাশ,
জীবনের বাঁকা পথে চলতে চলতে যদি ক্লান্ত হয়ে যাই,
ক্লান্তির শেষ বিকেলে অন্তত একবার চলে এসো
আমার অব্যক্ত অনুভুতি গুলো বলবো তোমায়,
যদি মনে পড়ে জীবনের শেষ কালে
তুমি চলে এসো,
চলে এসো,
অন্তত একবার জীবন নদীর ভাটা স্রোতে ভাসবো দুজন,
হাতে হাত রেখে ক্লান্তির প্রহরে তোমার স্পর্শ নিয়ে চিরতরে চির নিদ্রায় যেতে চাই ?
তুমি চলে এসো শেষ বিকেলে অন্তত এক বার ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।